ঠাকুরগাঁও সদর উপজেলায় স্বপ্ন জগত পার্কে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অপরাধে যুবক-যুবতী ও পার্কের দুই কর্মচারীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৮টায় উপজেলার আকচা ইউনিয়নে অবস্থিত ওই পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান এ কারাদণ্ড দেন।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্বপ্ন জগত পার্কের ভেতরে একটি গোপন কক্ষে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় হাতেনাতে যুবক-যুবতিকে আটক করে পুলিশ। এ সময় তাদেরকে সহযোগিতা করার অপরাধে পার্কের দুই কর্মচারীকে আটক করে নিয়ে যাওয়া হয় নির্বাহী অফিসারের কার্যালয়ে।
ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান জানান, এ ঘটনায় পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চারজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তীতে পার্কের ভেতরে যাতে আর এমন কার্যকলাপ না ঘটে, তার জন্য পার্কের মালিককে সতর্ক করা হয়েছে।